টেকনাফের হোয়াইক্যংএ মুক্তি কক্সবাজার কর্তৃক আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউনিয়নের কান্জরপাড়ায় মুক্তি’ কক্সবাজার কর্তৃক আর্ন্তজাতিক
নারী দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ”টেকসই আগামীকালের জন্য
আজ জেন্ডার সমতা অগ্রগন্য”
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মুক্তি কক্সবাজার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। সকাল ১০ ঘটিকায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ এলাকায় বর্নাঢ্য র্যালী শোভাযাত্রার আয়োজন করে।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং হোয়াইক্যং
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জনাব মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউপির ৫ নম্বর ওয়ার্ডেরর সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহজালাল, ৩,৫ ও ৬ নম্বর এর সংরক্ষিত মহিলা সদস্য জমিলা আক্তার,
কানজর পাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,মাষ্টার
রফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও টেকনাফ প্রেসক্লাবের সহ- সভাপতি মুহাম্মদ তাহের নঈম, অক্সফাম
প্রতিনিধি জনাব শরিফুল ইসলাম প্রমুখ।
বেলা ১১টায় কানজর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নারী নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহন
প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন বিষয়ক নাটিকা ও লোক সঙ্গীত পরিবেশন করে কক্সবাজার জেলার স্বনামধন্য ঝংকার শিল্পী গোষ্ঠী। বিকাল ৪ টায় কানজর পাড়া কেজি স্কুল মাঠে নারী
নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন বিষয়ক আরও একটি
নাটিকা ও লোক সঙ্গীত পরিবেশন হয়।
উক্ত অনুষ্ঠান সমুহে অংশগ্রহন করেন মুক্তি কক্সবাজার এর শিক্ষা, নেতৃত্ব ও জীবিকায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের নারী,কিশোরী, কিশোর এবং পুরুষ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য
ব্যাক্তিবর্গ, এবং প্রকল্পের সকল কর্মীবৃন্দ।
ইউএন ওমেন এর অর্থায়নে অক্সফাম এর কারিগরি সহযোগিতায় ” শিক্ষা, নেতৃত্ব ও
জীবিকায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প”টি বাস্তবায়ন করছে মুক্তি কক্সবাজার। এই প্রকল্পের আওতায় নারী নেতৃত্ব তৈরী, সিদ্ধান্ত গ্রহনে নারীর অংশগ্রহন নিশ্চিত করনের লক্ষ্যে
নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী এসকল কর্মসূচী পালন করা হয়। মুক্তি কক্সবাজার এর এ প্রকল্প থেকে নারীও কিশোরীরা তাদের নেতৃত্ব উন্নয়ন, জ্ঞান-দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ,
সচেতনতা বৃদ্ধির জন্য সেশন, মনোসামাজিক সহায়তা, স্বাস্থ্য সেবা সহ জীবন-জীবিকায়নের মান উন্নয়নে বিভিন্ন ধরনের সেবায় প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছে। অনুষ্ঠান সমুহ সঞ্চালনা করেন মুক্তি’ কক্সবাজার প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল সরকার।#
Leave a Reply