ডেস্ক রিপোর্ট::
টেকনাফের নাজির পাড়ার এলাকার চঞ্চল্যকর নুরুল হক ভুট্টো হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ আসামি কে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, জাফর আলমের পুত্র সাইফুল ইসলাম(২০)ইউনুচ আলমের পুত্র মোঃ শাকের (২২) নাফাইংগা প্রকাশ লেডুর পুত্র রমজান আলী (২৮)সহ আরো একজন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুট্টো হত্যা মামলার তিন আসামি কে আটক করতে স্বক্ষম হয় পুলিশ। গত কাল আরো একজন কে আটক করে পুলিশ। সকল কে আইনি প্রক্রিয়া শেষ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তবে মূল হত্যাকারি দের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।#