শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শেখ এহসান উদ্দিন টেকনাফের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদে পৌছলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এর আগে গত ১৪ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ এহসান উদ্দিনকে চট্টগ্রাম টেকনাফের ইউএনও পদে পদায়ন করা হয়। টেকনাফের নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া শেখ এহসান উদ্দিন নোয়াখালীর চাটখীল উপজেলার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। শেখ এহসান উদ্দিন বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি টেকনাফের বিদায়ী ইউএনও মো: আদনান চৌধুরী (১৭৯৫৩) এর স্থলাভিষিক্ত হলেন। শেখ এহসান উদ্দিনের নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রামে। টেকনাফের বিদায়ী ইউএনও মো: আদনান চৌধুরীকে গত ৭ নভেম্বর বান্দরবান জেলার রুমার ইউএনও হিসাবে বদলী করা হয়েছিল। প্রায় একমাস ধরে টেকনাফের ইউএনও পদটি শুন্য ছিল। সহকারী কমিশণার (ভুমি) ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন।#
Leave a Reply