শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারত ছাড়ছেন শেখ হাসিনা, যাচ্ছেন কোন দেশে? শাহজাহান চৌধুরী নেতৃত্বের গুণধর একজন ব্যতিক্রমধর্মী সফল রাজনীতিক যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন জয় বাংলাদেশ পুলিশে এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৪০ টাকা হাসিনা সরকারের ভিআইপি কারাবন্দীদের সাথে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরছেন টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন ফি ৪০ টাকা শিক্ষা কমিশনে নাস্তিকদের সরিয়ে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদেরকে দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছে : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি
টেকনাফে বিনামূল্যে টিকা নিবন্ধন সেবা দিচ্ছে প্রবাল নিউজ

টেকনাফে বিনামূল্যে টিকা নিবন্ধন সেবা দিচ্ছে প্রবাল নিউজ

টেকনাফে বিনামূল্যে টিকা নিবন্ধন সেবা দিচ্ছে প্রবাল নিউজ

ডেস্ক রিপোর্ট::উপজেলার হ্নীলায় বিনামূল্যে টিকা নিবন্ধন সেবা কার্যক্রম আয়োজন করেছে কক্সবাজার জেলার বহুল প্রচারিত অনলাইন পত্রিকা ‘প্রবাল নিউজ’।

সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় হ্নীলা স্টেশনস্থ জামিয়া মার্কেটে আব্বাস ইলেকট্রনিকস’র মালিকানাধীন ওয়াল্টন শো-রুমে অস্থায়ী বুথ বসিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

এসময় হ্নীলা স্বাস্থ্য উপ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.শংকর চন্দ্র দেবনাথ,উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আজাদ মোঃ নুরুল হোসাইন,ইউপি মেম্বার হোছাইন আহমদ, হ্নীলা বাজার ব্যবস্থা কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ, মোক্তার আহমদ দল্লা,সদস্য মুফিজ আলম, ডা. নুরুল আজিম সোহেল, মৌলভী মুহাম্মদ ফেরদৌস, প্রবালনিউজ’র সম্পাদক মমতাজুল ইসলাম মনু, আব্বাস ইলেকট্রনিকস’র স্বত্তাধীকারী আব্বাস আলী, মফস্বল সম্পাদক হেলাল উদ্দিন, চীফ রিপোর্টার এম.আবদুল হক, মুহাম্মদ শাহ এমরান, কায়সার হামিদ সুকেন,শিক্ষার্থী মুহাম্মদ হারুন, মুহাম্মদ ইফতি খাঁন ও মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

প্রবাল নিউজ’র চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, প্রবাল নিউজ’র পক্ষ থেকে আমরা এলাকার মানুষদেরকে স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে ইউনিয়নবাসির প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, প্রবাল নিউজ জনসাধারণকে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করিয়ে কার্ডগুলো প্রিন্ট করে দিচ্ছে। প্রবাল নিউজের এ ফ্রি সেবামূলক উদ্যোগে সবাইকে অনুপ্রাণিত হয়ে বিত্তবান প্রতিষ্টান এবং ব্যক্তিদের এগিয়ে আসা উচিত বলে মনে করি। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে টিকা গ্রহণ ও স্বাস্থবিধি প্রতিপালনে সচেতন সকলের দায়িত্ব মনে করা খুবই জরুরি।

প্রবাল নিউজ’র প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মমতাজুল ইসলাম মনু বলেন, দেশের এহেন করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে প্রবাল নিউজ’ পরিবার যার পর নাই খুশি।
সহজে নিবন্ধন করতে পারায় নতুন করে অনেকেই টিকা নিতে আগ্রহী হয়ে উঠছে বলে দৃঢ় মতামত ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, অনেকেই নিবন্ধন বুথে এসেও স্বাস্থ্যবিধি মানতে চায় না, তাদেরকেও সচেতন করার জন্য কাজ করছি আমরা একসাথে।

উক্ত উদ্বােধনী অনুষ্টানে অতিথিরা এ মহৎ উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে করোনা টিকার নিবন্ধন ও টিকা নিতে আগ্রহ বেড়েছে বলে অভিমত প্রকাশ করেন।

সংবাদ প্রেরক:
মমতাজুল ইসলাম মনু
সম্পাদক,
প্রবাল নিউজ
মোবাইল : 01843 725343

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana