মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে কক্সবাজার শহরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক ৩৬০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১ ইসলামী আন্দোলনের টেকনাফ উপজেলার উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ ধাপে ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং হোয়াইক্যং পুলিশের অভিযানে মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক কান্জরপাড়ায় জমির বিরোধ নিয়ে থানায় অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১ হোয়াইক্যং কাটাখালীতে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিতঃ ১ মার্চ পুনরায় প্রকাশ করা হবে চট্টগ্রাম ও কক্সবাজার ‘মাদকপ্রবণ অঞ্চল’ ঘোষণা করা হলে কী হতে পারে? পালংখালী ফারিয়ার পিকনিকে চট্টগ্রাম বিভাগ ফারিয়া সভাপতি আবু সুফিয়ান সংবর্ধিত

টেকনাফে মারোত এর ৩৬ তম মানসিক রোগী তাজউদ্দিনকে ফেনীর পরিবারের নিকট হস্তান্তর

  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ১০.২৫ পিএম
  • ১০২ বার পঠিত

টেকনাফে মারোত এর ৩৬ তম মানসিক রোগী তাজউদ্দিনকে ফেনীর পরিবারের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,টেকনাফঃ
মানসিক রোগীদের তহবিল ‘মারোত’ টেকনাফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফেনী দাগনভুঁঞার তাজউদ্দিন নিশানকে তার চাচা মো. আবদুর রহিমের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ৩৬ জন ভাসমান মানসিক রোগীদের পরিবার এর নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, ফেনী দাগনভুঁঞা নোয়াদ্দা গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন ও পান্না আক্তারের পুত্র মানসিক রোগী (পাগল) তাজউদ্দিন নিশান (২৩) বেশ কিছুদিন আগে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যাননি। তার পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে স্টাটাস দেয়া হয়েছিল।
এদিকে মারোতের শুভানুধ্যায়ী নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন তাকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে তার সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে কোন রকম নিজের নাম ঠিকানা বলতে সক্ষম হন। তাৎক্ষণিক ইয়াসিন তাকে নিয়ে মারোত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়ার সাথে যোগাযোগ করেন। তিনি দাগনভূঁঞা থানা ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় পরিবারের সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগের সুবাধে তার পরিবার ৮ জানুয়ারি টেকনাফ পৌছালে মারোত নেতৃবৃন্দের উপস্তিতিতে মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ইসলাম, সদস্য মোশাররফ হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভিকটিমের চাচা মো. আব্দুর রহিম মারোত সভাপতি আবু সুফিয়ানের নিকট হতে হস্তান্তর পত্র গ্রহণ করে মারোত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হস্তান্তর অনুষ্টানের প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী তাঁর বক্তব্যে মারোত এর মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়ে ও মানবিক কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে বলেন, ‘আসুন আমরা সামাজিক এবং মানবিক হই, তাহলে বদলে যাবে বাংলাদেশ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কথাটি তখন বাস্তব রূপ লাভ করে যখন একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায়’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

banglawebs999991
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs