বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
১৬ বছর বয়সী নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা নুরুল আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লম্পট নুরুল আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার ফজল আহমদের ছেলে। ধৃত নুরুল আমিনকে রবিবার ১১ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে লিখিত অভিযোগের ভিত্তিতে জানান, ভুক্তভোগী মেয়েকে একা পেলেই অনৈতিক কাজের প্রস্তাব দিতো ও উত্যক্ত করতো বাবা। গত ১৬ সেপ্টেম্বর রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে বিভিন্ন কথা বলে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে সে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু মেয়ে চিৎকার শুরু করলে বাবা ঘর থেকে পালিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে ঘরে আসেন নুরুল আমিনের স্ত্রী। এ সময় তিনি মেয়ের কাছ থেকে স্বামীর অপকর্মের বিষয়ে জানতে পারেন। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। উক্ত মামলার প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) হোসেন শনিবার ১০ অক্টোবর রাতে অভিযুক্ত বাবাকে বসত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
Leave a Reply