রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

টেকনাফে যুবক অপহরণের পরিকল্পনাকারী সহ আটক-৩

টেকনাফে যুবক অপহরণের পরিকল্পনাকারী সহ আটক-৩

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে গত তিন দিন আগে অপহৃত হওয়া যুবককে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ । এসময় উক্ত ঘটনার সাথে জড়িত ভিকটিমের আপন চাচাসহ অপহরণ চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করতে সক্ষম হয় । উদ্ধার হওয়া অপহৃত যুবক স্থানীয় বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকার বাসিন্দা আলী আহমদের পুত্র বেলাল উদ্দিন।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  গিয়াস উদ্দিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ব্রিফিংয়ে ওসি গণমাধ্যম কে জানান, অপহৃত যুবক বেলালের আপন চাচা আমীর আহমদ (৫৫) হচ্ছে এই অপহরণের মুল পরিকল্পনাকারি।

ভাতিজার জায়গা-জমিগুলো স্বল্প মূ্ল্যে ক্রয় করার লক্ষ্যে অপহরণ চক্রের সাথে যোগাযোগ স্থাপন করে মোটা অংকের মুক্তিপণ আদায় করার উদ্দেশ্যে রোহিঙ্গা ডাকাত শফিককে দিয়ে তার আপন ভাতিজাকে অপহরণ করিয়েছেন।

তিনি আরো বলেন, গত ১৩ অক্টোবর দিবাগত রাতে বেলালকে অপহরণ করা হয়। উক্ত অভিযোগটি পুলিশের নজরে আসার পর থেকে বেলালকে উদ্ধার করার জন্য পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

বেলালকে অপহরণ পর মুক্তিপণ বাবদ প্রথমে ৭০ লাখ, পরে ৫০ লাখ, এরপর ৪০ লাখ টাকা দাবি করতে থাকে অপহরণ চক্রের এই সদস্যরা।

অবশেষে বতথ্য প্রযুক্তি সহায়তায় এবং গোপন সংবাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ এসআই দস্তগীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত ঘটনায় সম্পৃক্ত ৩ অপহরণকারীকে‌ আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ ও ১টি দা উদ্ধার করতে সক্ষম হয়।

আটক অপহরণ চক্রের ৩ সদস্য হচ্ছে- উদ্ধার ভিকটিম বেলালের আপন চাচা বাহারছড়া ইউপির অন্তর্গত দক্ষিণ শিলখালি এলাকার বাসিন্দা মৃত মকবুল আহমদের পুত্র আমীর আহমদ (৫৫), হ্নীলা ইউনিয়ন রঙ্গিখালী এলাকার বাসিন্দা মৃত ফকির মিস্ত্রির পুত্র আবসার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), একই এলাকার মৃত আবুল হোছাইনের পুত্র জসিম উদ্দিন (৩৫)।

আটক ৩ অপহরণকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ২টি মামলা দায়ের করার পর উক্ত অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। উল্লেখ্য যে, ৫ আগস্ট বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর টেকনাফের আইনশৃংখলার চরম অবনতি হয়। অপহরণ,চাঁদাবাজি, জবরদখল সে সাথে গোপনে থাকা দাগি আসামিরা প্রকাশ্যে ঘুরছে। ওয়ারেন্ট তামিল সহ আইনশৃঙ্খলা উন্নয়নে কোন উদ্যোগ নেই। পুলিশের বক্তব্য হচ্ছে আমাদের করার কিছু নেই। যেহেতু আমাদের লোকবল কম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana