সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
টেকনাফে হোমিওপ্যাথিক চিকিৎসক সোসাইটির আয়োজনে জন্মজয়ন্তী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপ
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ। টেকনাফে হোমিওপ্যাথিক চিকিৎসক সোসাইটির আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান ২৬৭তম জন্মজয়ন্তী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করা হয়েছে। টেকনাফ হোমিওপ্যাথিক চিকিৎসক সোসাইটির সভাপতি ডাঃ শহীদ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ আমজাদ হোসেনের সঞালনায় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক গ্রন্থ উন্মোচন করেন উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হোমিও মেডিকেল অফিসার নাদিয়া সুলতানা, টেকনাফ সরকারী কলেজের অধ্যাপক ডাঃ রুহুল আমিন ভুইয়া, বিআরডিবি কর্মকর্তা মং কিউ মং, আইসিডিডিআরবির উর্ধ্বতন কর্মকর্তা নুরনবী তালুকদার, বার্মিজ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া বড়ুয়া। পরিশেষে চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ৬জন চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতি ডাঃ শহীদ উদ্দীন চৌধুরী তার সমাপনী বক্তব্যে হোমিও চিকিৎসাকে গরীব অসহায় মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায় বলেন, চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করায় আমি টেকনাফ হোমিওপ্যাথিক চিকিৎসক সোসাইটি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থেকে দায়িত্ব পালন করেন তরুণ চিকিৎসক ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম।
Leave a Reply