বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
হোয়াইক্যং এর দুই জেলেকে নাফনদী থেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি সংবর্ধিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হ্নীলা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র: অনিয়ম-দুর্নীতি উৎকোচ গ্রহণের আখড়া টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা কারামুক্ত হয়ে মা বাবা’র কাছে ফিরলেন মজলুম ছাত্রনেতা শাহনেওয়াজ টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ হোয়াইক্যং এর মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন: চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছাই ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার বিনা খরচে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ
টেকনাফে ২১ লক্ষ টাকা পাওনা চাইতে গেলে দিচ্ছে মৃত্যুর হুমকি

টেকনাফে ২১ লক্ষ টাকা পাওনা চাইতে গেলে দিচ্ছে মৃত্যুর হুমকি

টেকনাফে ২১ লক্ষ টাকা পাওনা চাইতে গেলে দিচ্ছে মৃত্যুর হুমকি

বিশেষ প্রতিনিধি।
গবাদী পশু ব্যবসার নামে টাকা নিয়ে এক ব্যবসায়ীর ২১ লক্ষ টাকা মেরে দেয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফের মোস্তাক নামের এক যুবকের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো সশস্ত্র সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মেরে ফেলার অপচেষ্টার অভিযোগ তুলেছেন মোস্তাকের বিরুদ্ধে পাওনাদার কক্সবাজার সদরের ব্যবসায়ী মুফিজ।

ব্যবসায়ী মুফিজ জানান- সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, কচুবনিয়া এলাকার শরিফের ছেলে মোস্তাক, ২০১৮ সালের শেষ দিকে মুফিজের নিকট হতে আত্মীয়তার সূত্র ধরে তার পরিবারের সদস্যদের স্বাক্ষী রেখে ২১ লক্ষ ২৫ হাজার টাকা মিয়ানমারের সাথে গবাদী পশু ব্যবসার জন্য নেয়। ব্যবসার প্রথম মাসে দেড় লক্ষাধিক টাকা লাভের হিসেব দিলেও পরবর্তীতে কোন লাভের মুখ দেখাতে পারেনি। এভাবে এক বছর গত হলে হিসেব বুঝিয়ে দিয়ে টাকা ফেরত চাইলে মিয়ানমার ব্যবসায়ীদের কাছে টাকা আটকে আছে বলে কাল ক্ষেপন করতে থাকে। স্থানীয় ভাবে শালিশে টাকা ফেরত দিতে বল্লেও এসবের তোয়াক্কা করছেনা প্রতারক মোস্তাক।

সাবরাং ইউপি সদস্য মো. শরীফ গবাদী পশু ব্যবসার জন্য টাকা দেয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান- বিষয়টি কোন ভাবে সমাধানের পথ না দেখে গত বছর অক্টোবর নাগাদ তার কাছে অভিযোগ করলে তিনি নয়াপাড়া এলাকার ইউওপি সদস্য জাফর ও অভিযুক্ত মোস্তাক কে ডেকে এলাকার গণ্যমান্য মানুষসহ বৈটকে বসেন। উক্ত বৈটকে জাফর মেম্বার ১০ লাখ দেয়ার প্রস্তাব দিলে বৈটকে তা প্রত্যাক্ষান হয়।

ইউপি সদস্য জাফর বলেন- মোফিজ মোস্তাকের নিকট গবাদী পশু ব্যবসা বাবদ টাকা পাচ্ছে সেটা সত্য। কিন্তু মোস্তাকের দাবী সেলিমের কাছে সমস্ত টাকা রয়ে গেছে। এদিকে সেলিমের দাবী মোস্তাক তার কাছ থেকে কোন টাকা পাওনা নেই। তাছাড়া মোস্তাকের বিভিন্ন বিতর্কিত লেনদেন সম্পর্কেও তিনি বিরূপ মন্তব্য করেন।

মুফিজ আরো জানান- পরবর্তীতে টাকা জন্য মোস্তাকের বাড়িতে গেলে সে পালিয়ে বেড়ায়। ফোন করলে সেলিম নামের এক ব্যক্তি টাকা মেরে দিয়েছে বলে বিভিন্ন তালবাহানা শুরু করে। অবশেষে গত বছর নভেম্বরে নয়াপাড়া এলাকায় মোস্তাকের কাছে টাকা চাইতে গেলে মোস্তাক একই এলাকার আমিনের ছেলে আবদুস সালাম মিলে পিস্তল দেখিয়ে হত্যা করার হুমকি দেয়। এই বিষয়টি কক্সবাজারের সদ্য বিদায়ী ডিসি কামাল হোসেন অবগত আছেন।

এদিকে স্থানীয়দের দাবী, মোস্তাক বিগত সময়ে আদম পাচারে জড়িত ছিলো। যুবলীগ নেতা উসমান হত্যা মামলার আসামী সাকের, কেফায়াত ও নজির ডাকাতের ভাই সেলিমসহ মিলে কাটাবুনিয়া ঘাট দিয়ে ইয়াবার চালান খালাসের সাথে জড়িত ছিলো। ইয়াবার চালান খালাস কালে ২ লক্ষ পিস ইয়াবা গায়েব করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিয়মিত জুয়া ও নারী নিয়ে ফুর্তি তার পেশাতে পরিনত হয়েছে। এছাড়াও বছর খানেক আগে গবাদী পশু ব্যবসার আড়ালে মিয়ানমারের এক ইয়াবা কারবারীর কাছে মোটা অংকের অর্থ লগ্নি করে লোকসানে রয়েছে বলে এলাকায় চাউর রয়েছে।

সূত্র: বার্তা বাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs