কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের (ডিএনসির) সদস্যরা অভিযান পরিচালনা করে ৬৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ ওলিয়াবাদস্থ নজির আহমদ স্টোর থেকে টেকনাফ সদর ইউনিয়নের মোস্তাক মিয়াকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
পরে আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছোট হাবিব পাড়ার হারুনুর রশিদের বাড়ি থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। হারুন রশিদসহ আরো দুজনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
Leave a Reply