মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে কক্সবাজার শহরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক ৩৬০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১ ইসলামী আন্দোলনের টেকনাফ উপজেলার উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ ধাপে ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং হোয়াইক্যং পুলিশের অভিযানে মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক কান্জরপাড়ায় জমির বিরোধ নিয়ে থানায় অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১ হোয়াইক্যং কাটাখালীতে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিতঃ ১ মার্চ পুনরায় প্রকাশ করা হবে চট্টগ্রাম ও কক্সবাজার ‘মাদকপ্রবণ অঞ্চল’ ঘোষণা করা হলে কী হতে পারে? পালংখালী ফারিয়ার পিকনিকে চট্টগ্রাম বিভাগ ফারিয়া সভাপতি আবু সুফিয়ান সংবর্ধিত

টেকনাফ পৌর নির্বাচনে পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণায় মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম এগিয়ে

  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১১.৩৮ পিএম
  • ৬৭২ বার পঠিত

টেকনাফ পৌর নির্বাচনে পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণায়
মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম এগিয়ে

মোঃ আলমগীর, টেকনাফ:::
টেকনাফ পৌরসভার নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম (বি.এ)’র প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকার ৭.৮ ও ৯নং ওয়ার্ডের পাড়া-মহল্লা। শীতকে উপেক্ষা করে প্রার্থী ও কর্মী-সমর্থকরা ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা করার পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

টেকনাফ পৌর এলাকার প্রধান সড়কসহ পাড়া-মহল্লার অলিগলি পোষ্টারে ছেয়ে গেছে। অন্যদিকে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিফোন মার্কার সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম (বি.এ)’র পক্ষে চলছে মাইকিং। এছাড়াও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম (বি.এ)।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনগণের মনোনীত আরফা বেগম (বি.এ) প্রচার-প্রচারণায় অনেক এগিয়ে রয়েছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে টেকনাফ পৌর ৭.৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আরফা বেগম (বি.এ)এ-র পক্ষে ঐক্যবদ্ধভাবে কোমড় বেঁধে নেমেছেন।

প্রতিদিনই মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্ন ওয়ার্ডে টেলিফোন মার্কার পক্ষে ভোট চেয়ে মিছিল, মিটিং, পথসভা ও মতবিনিময় সভা করছেন দলের নেতৃবৃন্দ।

ইতোমধ্যেই টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক শামসুল আলম, ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টেকনাফ বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ও ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ টেলিফোন মার্কার পক্ষে গণসংযোগ শুরু করেছেন।

অন্যদিকে এবারের নির্বাচনে পৌরসভার ৭.৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদপ্রার্থী টেলিফোন মার্কার প্রার্থী আরফা বেগম (বি.এ) উৎসবমুখর পরিবেশে রাত-দিন ভিন্ন ভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রবিবার টেকনাফ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ৭.৮ ও ৯নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭৭ জন এবং নারী ভোটার ২ হাজার ৯৫৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

banglawebs999991
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs