বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি এবং নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মুহাম্মাদ তৈয়ব আরমানের নেতৃত্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা (উত্তর-দক্ষিণ) শাখা’র একটি প্রতিনিধি দল।
মাওলানা ইউনুছ আরমান ::
বুধবার (১৪ আগষ্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা শাখা’র প্রতিনিধি দল দুপুর ২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সাম্প্রতিক সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান ও সড়কে ট্রাফিক সেবা ইত্যাদি কাজে সহযোগিতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূয়সি প্রশংসার পাশাপাশি সহযোগিতা অব্যাহত রাখতে অনুরোধ করেন এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।
বিকাল ৪ ঘটিকায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে দেশের ক্রাইসিস সময়ে পুলিশকে নিরপেক্ষ ও জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া টেকনাফের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা (দক্ষিণ) সভাপতি মাওলানা আহমদ হোসাইন, উপজেলা (উত্তর) শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, সেক্রেটারি মাওলানা দিলদার আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউসুফ, উপজেলা বামুকের সভাপতি মাওলানা হাফিজুল্লাহ, সেক্রেটারি মাওলানা জিয়াউল হক, যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক জিহাদি, ছাত্রনেতা রফিকুল ইসলাম রাফি, রুবায়েত হোসাইন, মাওলানা আনোয়ার, হাজী মোহাম্মদ ইসমাইল, যুবনেতা মুহাম্মদ ইউনূস, আব্দুল আজিজ ও শ্রমিক নেতা মুহাম্মদ আলম প্রমুখ।
Leave a Reply