শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র গুলি সহ বাহারছড়ার মনছুর আলম গ্রেফতার:
প্রেস বিজ্ঞপ্তি:
মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জোবাইর সৈয়দ এর পরিচালানায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১২/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় ধৃত আসামী মনছুর আলম ও তার মামাতো ভাইকে লক্ষ্য করে দিন-দুপুরে এলোপাতাড়ী গুলি ছুড়ে। উক্ত ঘটনায় টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৩৯ ঘন্টা অভিযান পরিচালানা করে গ্রেফতারকৃত আসামী মনছুর আলম (৩৯), পিতা-জহির আহাম্মদ, মাতা-জাহেদা বেগম ,স্থায়ী:-গ্রাম- বাহারছড়া (জহিরের বাড়ি, ১নং ওয়ার্ড, সাবরাং ইউপি) , উপজেলা/থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার এবং তাহার নিকট হতে উদ্ধারকৃত ০১টি দেশীয় তৈরী এলজি; এবং ০২ (দুই) রাউন্ড গুলি ইং ১৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের চান্দুলী পাড়া সাকিনের চান্দুলী পাড়া বাজারে অবস্থিত আব্দুর রহমান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে পেয়ে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে ১৪/০৮/২০২৩ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় উদ্ধার করা হয়। এই বিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৪১/৫৭৫, ইং ১৪/০৮/২০২৩ তারিখ, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু হয়। আসামীকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামীর বিরুদ্ধে (L6YK) কক্সবাজার এর টেকনাফ থানার ,এফআইআর নং-১, তারিখ- ০১ আগস্ট, ২০১১; জি আর নং-২৮৬/১১ (টেকনাফ), তারিখ- ০১ আগস্ট, ২০১১; সময়- ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; পাওয়া যায়।
Leave a Reply