বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
টেকনাফ সদর ও সাবরাংয়ে কোভিড-১৯, মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহের উপরে একলাবের আলোচনা সভা অনুষ্টিত
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ। টেকনাফ উপজেলার আওতাধীন সদর ও সাবরাং ইউনিয়নে একলাবের আয়োজনে কোভিড-১৯, মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহের উপরে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একলাবের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় সভাটি আজ ১০টায় লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। একলাবের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার জুলফিকার আলী এ সময় স্বাগত বক্তব্য রাখেন। তিনি একলাব ও ইউনিসেফের বর্তমান কার্যক্রম সম্পর্কে সকলের সামনে বিস্তারিত তুলে ধরেন। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেজাম উদ্দিনের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল। সভায় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় প্রতিনিধি, শিক্ষার্থী, ইমাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, এইরকম জনগুরুত্বপূর্ণ সভা যাতে সব জায়গায় চলমান রাখে সেজন্য তিনি ইউনিসেফ কর্তৃপক্ষকে বিনয়ের সহিত অনুরোধ করেন। একইদিনে আরেকটি সভা সাবরাং নয়াপাড়া আলহাজ্ব নবী হোসেন উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। একলাবের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার জুলফিকার আলী এই সভায়ও স্বাগত বক্তব্য রাখেন। সেখানেও তিনি একলাব ও ইউনিসেফের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একলাবে কর্মরত সাজ্জাদ কবিরের সঞালনায় সেখানে প্রধান অতিথি ছিলেন নয়াপাড়া আলহাজ্ব নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত। বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ মোহাম্মদ জুবায়ের প্রমূখ। সভায় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় প্রতিনিধি, শিক্ষার্থী, ইমাম উপস্থিত ছিলেন। সভায় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি, মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে আলাপ আলোচনা করা হয়। কক্সবাজার জেলার পাশাপাশি টেকনাফের ইউনিয়নগুলোতে ইউনিসেফের সহযোগিতায় সচেতনতামূলক সভার আয়োজন করায় আগত অংশগ্রহণকারীরা একলাব ইউনিসেফকে আন্তরিকভাবে ধন্যবাদ দেন।
Leave a Reply