মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

ডুলাহাজারা পাগলীবিল এলাকায় এক অসহায় আলী আকবরের পরিবারের জমিতে ভূমি দস্যুর লোলুপ দৃষ্টি! 

ডুলাহাজারা পাগলীবিল এলাকায় এক অসহায় আলী আকবরের পরিবারের জমিতে ভূমি দস্যুর লোলুপ দৃষ্টি! 

ডুলাহাজারা পাগলীবিল এলাকায় এক অসহায় পরিবারের জমিতে ভূমি দস্যুর লোলুপ দৃষ্টি 
আলী আকবরের পরিবারের দীর্ঘদিনের ভোগ দখলিয় ১৫ শতক জমি জবর দখল করে মাঠি ভরাট!
নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলীবিল এলাকায় আলী আকবরের নামে ক্রয়কৃত দীর্ঘদিনের ভোগ দখলিয় ১৫ শতক জমি জবর দখল করে তেলের পাম্প করার জন্য মাঠি ভরাট করছে একটি প্রভাবশালী মহল।
অভিযোগ জানা যায়,
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ের পাশে জনৈক মৃতু আলী আকবরের রেজিষ্টার্ড দলিল(কবলা) মূলে খরিদা ১৫ শতক জমি রয়েছে। আলী আকবর মরনে তার ৩ পুত্র, ৯
কন্যা ওয়ারিশ সূত্রে মালিক হয়। পিতার মরণে যুগ যুগ ধরে তারা উক্ত ১৫ শতক ধানি জমি লাগিয়ত করে সন সন চাষার নিকট লাগিয়ত পেয়ে থাকে। বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় মোঃ এরশাদ, পিতাঃ
মৃত হাজি জাবের আহমদ, সাং,পশ্চিম নতুন পাড়া ৮ নং ওয়ার্ড ডুলহাজারা সহ এক শ্রেনীর ভূমি দস্যুর লোলুপ দৃষ্টি পড়ে। জমির মালিকদের সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়াই জমিতে মাঠি ভরাট কাজ শুরু করে। জমির মালিক মৃতু আলী আকবরের ওয়ারিশ শামশুন্নাহার গং বাধা দিলে আরো ক্ষেপে যায় উক্ত ভূমিদস্যুরা।
সরকারি আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে রাতারাতি ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানিয় একাধিক সূত্রে জানা যায়,
বিগত ০৩/০৬/১৯৭৭ইং সনে ১৪১৫ নং রেজিঃ দলিল মূলে সিরাজ উদ্দৌলা পিতাঃ মৃত আব্দুল হাফেজ সাং,বৈরাগীর
খিল থেকে মৃতু আলী আকবর ক্রয় করে। যার- আর,এস খতিয়ান নং ৯৭, এম. আর. আর খতিয়ান নং ৯২৯,বি.এস দাগ নং ৫৪৩৮, ৫৪৪০, ৫৬১৯, ৫৬৩৬, ৫৫৪৪, ৫৯১০, ৫৭২৪, ৫৬১৯, ৫৬৩৬,দাগাদির আন্দরে স্থিত রয়েছে। মৃতু আলী আকবরের ভুক্তভোগী পরিবারের পক্ষে শামসুন্নাহার জানায়,আমাদের ৩ ভাই সৌদি প্রবাসী ও আমরা ৯ বোন বিবাহিত বিধায় আরা নিজ
নিজ শশুর বাড়িতে অবস্থান করছি। আমরা তপসিলোক্ত জমি দীর্ঘদিন থেকে বর্গা চাষাবদে ভোগ দখলে
আছি। আমাদের অনুপস্থিতির সুযোগে বিবাদী আমাদের ভোগ দখলিয় উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে বেআইনি ভাবে তেলের পাম্প স্থাপনের করতে মাটিভরাট শুরু করে।
আমাদের বর্গাচাষাকে জমি থেকে জোর পূর্বক তুলে নিবে বলে হুমকি ও ধমকি প্রদর্শন করে। জমির প্রকৃত মালিকগন জমিতে মাঠি ভরাট না করতে এবং দখল ছেড়ে দিতে বহুবার অনুরোধ করলে ও
বিবাদী এরশাদ,জলাল গং আমাদের কথা কর্ণপাত না করে উল্টো হাকাবকা করে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে অভিযুক্ত এরশাদের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোনে কল দিলে সংযোগ দেয়া যায়নি।

উল্লেখ্য যে,
কারও জমি জোরপূর্বক দখল করে নিলে ৩ বছরের জেল-জরিমানা সহ ভূমি অপরাধ প্রতিরোধ আইন থাকলে ও আইনের তোয়াক্কাই করছেনা উক্ত ভূমিদস্যুরা। বিষয়টি স্থানিয় সাংসদ, উপজেলা প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে আলী আকবরের কন্যা শামসুন্নাহার।
#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana