শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মালয়েশিয়ায় ৬টি পিস্তল সহ ইসরায়েলি নাগরিক আটক: দেশজুড়ে সতর্কতা জারি বাংলাদেশের জ্বালানি খাতে সৌদি আরবের ১৪০ কোটি ডলার বিনিয়োগ ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে কেক কাটলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিনতাইকালে ধরা পড়া দুই পুলিশ সদস্য রিমান্ডে! ২৮ মার্চ জেলা ইসলামী আন্দোলন ইফতার মাহফিল হোটেল অস্টারইকো তে। মিয়ানমারে সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল মিয়ানমারের গ্যং স্টারের বাংলাদেশি সহযোগি হোয়াইক্যং এর দালালরা অধরায়! সাড়ে ৪ লাখের বেশি রোহিঙ্গা টেকনাফে প্রবেশের অপেক্ষায়! হ্নীলা উম্মে সালমা মহিলা মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
তারুণ্যের আইডল,কওমী জগতের গর্বিত সন্তান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

তারুণ্যের আইডল,কওমী জগতের গর্বিত সন্তান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

তারুণ্যের আইডল,কওমী জগতের গর্বিত সন্তান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ
নিজস্ব প্রতিবেদক::
Obaidullah Hamza, Bangladeshi Deobandi Islamic Scholar.
দেশের খ্যাতিমান তাফসীরকার,বিজ্ঞ হাদিস বিশারদ,ইসলামী অর্থনীতিবিদ, বহু ভাষার সাহিত্যিক, উখিয়ার সন্তান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ দা. এর সংক্ষিপ্ত জীবনী ৷

তিনি ১৯৭২ সালে কক্সবাজার উখিয়ায় মাওলানা আমির হামযার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷
তিনি জামিয়া পটিয়া হতে ১৯৯২ সালে বেফাকুল মাদারিস বোর্ড হতে তাকমিল শ্রেণীতে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেন ৷

১৯৯৪ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত ৬বছর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে কাজ করেন ৷ ২০০১ সাল থেকে এপর্যন্ত জামিয়া ইসলামিয়া পটিয়ায় পাঠ দান করে যাচ্ছেন ৷ এছাড়া জামিয়ার ভিবিন্ন আরবি, ইংরেজি, বাংলা ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ দিন পর্যন্ত দেশ বিদেশে ওয়াজ, লেকচার, সেমিনারের মাধ্যমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন ৷
তিনি ২০০৫ সালে সাউথ আফ্রিকায় Radio Islam এ পোগ্রাম করেন ৷ ২০০৮ সালে সৌদি বাদশার আমন্ত্রণে মক্কা শরিফে অনুষ্ঠিত ধর্মীয় সংলাপ ও কনফারেন্সে অংশ গ্রহণ করেন ৷

২০১২ সালে বৈরুত, লেবনানে আরব লীগ Ice cream এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবিক আইন শীর্ষক কোর্সে অংশ গ্রহণ করেন।

২০১৭ সালে আমেরিকা যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে “ধর্মশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ গ্রহণ করেন ৷ একই বছরে ইন্দোনেশিয়ার আররানিয়ান ইউনিভার্সিটিতে “আন্তর্জাতিক মানবিক আইন” শীর্ষক সেমিনারে স্পীকার হয়ে প্রবন্ধ পাঠ করেন ৷
২০১৮ সালে মক্কা নগরীতে অনুষ্ঠিত রাবেতাতুল ইসলামিয়ার সেমিনারে ১ম স্থান অর্জন করেন ৷এছাড়া দেশ বিভিন্ন ব্যাংক, সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷

হুজুরের যোগ্যতার সবচে বড় দলিল হল হুজুরের কোন ধরণের সরকারি সনদ না থাকা সত্বেও ঢাকা সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে হুজুরের সুযোগ মত কম পক্ষে মাসে ১বার হলেও লেকচারের জন্য প্রস্তাব আসে ৷
হুজুরের লিখিত বই ১. Charity in Islam, ২. Respect for the dead বহির্বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে ৷
এছাড়া হুজুরের বিষয় ভিত্তিক তত্ব বহুল বয়ানের বই প্রকাশিত হয়েছে ৷

উল্লেখ্য ২৪ আগস্ট’ (সোমবার) দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইসলামিয়া পটিয়ার মজলিসে শুরা অনুষ্ঠিত হয়। এবং জামিয়ার মজলিসে শুরার উপস্থিতির সিদ্ধান্তক্রমে অত্র জামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট সাহিত্যিক, লেখক, গবেষক, অনুবাদক, বহু ভাষাবিদ, ও ইসলামী অর্থনীতিবিদ আল্লামা ওবায়দুল্লাহ হামজা
একজন নম্র,ভদ্র ও সাদামাটা জীবন যাপনকারী আলেমেদ্বীনের নাম। তার বলিষ্ট নেতৃত্বে জামিয়া ইসলামিয়া পটিয়ার ইসলামী শিক্ষার উন্নয়ন তরান্বিত হোক,এটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana