বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
তালেবানের কাবুল দখল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরইমধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। তালেবানের পক্ষ থেকেও রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলভ অবশ্য বলেছেন, তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না মস্কো।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। সোমবার কাবুলে রুশ ডিপ্লোমেটিক মিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাবুলে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে নিকিতা ইসচেনকো জানিয়েছেন, বৈঠকের তারিখ নির্ধারণ করা হচ্ছে।
নিকিতা ইসচেনকো বলেন, কাবুলে তালেবানের প্রধান সমন্বয়কের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে, যিনি সরকারি বাহিনীর আত্মসমর্পণ পরিচালনা করছেন। দূতাবাসের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান নিকিতা ইসচেনকো।
Leave a Reply