শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হ্নীলা মৌলভী বাজারে বিজিবির গুলিতে আহতদের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী টেকনাফে যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হোয়াইক্যং ইউনিয়নে বিনা মূল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন গোটা গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: জালেম নেতানিয়াহু কক্সবাজারে আইএবি’র দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হ্নীলায় ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের টেকনাফ উপজেলা সম্মেলন সম্পন্ন বস্তা বস্তা ইয়াবা খালাসের নেপথ্যে এরা কারা? হ্নীলার মামা ভাগিনা সিন্ডিকেট অধরায় হোয়াইক্যং এর দুই জেলেকে নাফনদী থেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি সংবর্ধিত
তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের যাত্রা

তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের যাত্রা

রোহিঙ্গাদের এই দলটিকে প্রথমে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। পরে সমুদ্র পথে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে

তৃতীয়বারের মত ভাসানচরে উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে রোহিঙ্গাদের একটি বিশালদল। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টারদিকে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার ছাড়াও আগামীকাল (২৯ জানুয়ারি, শুক্রবার) ২ দিনে আরও সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া কথা রয়েছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হচ্ছে তৃতীয় দফায় এবং বৃহৎ সংখ্যায় রোহিঙ্গা স্থানান্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সি-লাইন সার্ভিসের ২০টি মিনিবাস ও মাল বহনকারী ১০টি ডাম্পার ট্রাকের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছিল ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। পরে দুপুরে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের ভাসানচরের পথে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ তিনি বলেন, রোহিঙ্গাদের এই দলটিকে প্রথমে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। পরে সমুদ্র পথে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সূত্র জানায়, রোহিঙ্গাদের আজ চট্টগ্রামে নৌ-বাহিনীর তত্বাবধানে রাখা হবে। কাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার কর্ণফুলি নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসযোগে বিভিন্ন আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় বুধবার বিকাল থেকে। সেখানে রোহিঙ্গারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় ছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যান এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। গত ৪ ডিসেম্বর প্রথম যাত্রায় এক হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে গেছেন। আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল। এদের মাধ্যমে উখিয়া-টেকনাফে অবস্থান করা রোহিঙ্গারা ভাসানচরের সুযোগ-সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে স্বেচ্ছায় সেখানে যেতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করাচ্ছেন বলে জানিয়েছেন রোহিঙ্গারা #

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs