শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী ছাড়া অন্য সব স্টেট বা প্রদেশের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। দেশটিতে রেসিডেন্স কার্ডধারী প্রবাসী বাংলাদেশিদের এসব নির্দেশনা অনুসরণ করে ভ্রমণের নির্দেশনা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।
এতে বলা হয়, দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী ছাড়া অন্য সব স্টেট বা প্রদেশের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের দুবাই যাত্রার আগে ICA (Federal Authority for Identity and Citizenship) এর মাধ্যমে অনুমোদন নিতে হবে।
আর দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের আগের মতোই যথারীতি GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) এর মাধ্যমে অনুমোদন নিতে হবে। এ নির্দেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে।
Leave a Reply