বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
গত ২৫ ফেব্রুয়ারী-২০২১ দৈনিক কক্সবাজার ৭১ এর শেষের পাতায়” হোয়াইক্যং তুলাতলীতে কেলালের নেতৃত্বে ইয়াবার শক্তিশালী সিন্ডিকেট” শিরুনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তুলাতলী এলাকার ইসলাম সর্দারের পুত্র মোঃ বেলাল।
প্রকৃত পক্ষে পূর্ব শত্রুতার জের হিসাবে আমাকে এই ঘটনার সাথে জড়ানোর উদ্দেশ্যে সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে আজগুবি সংবাদ পরিবেশন করে আমার ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টা চলাচ্ছে। আমি একজন চিংড়ি ব্যবসায়ী হিসাবে এলাকায় আমার সুনাম রয়েছে।
প্রসঙ্গত আমি এবং আমার এলাকার সাবেক মেম্বার সহ ৪৫ জনের একটি টিম গত (২২/০২/২১) ২২ ফেব্রুয়ারী-২০২১ থেকে ২৭ ফেব্রুয়ারী-২০২১ পর্যন্ত বরিশালের চরমোনাইর ৩দিন ব্যাপী ধর্মীয় মাহফিলে ছিলাম। আমার ও আমার পরিবারের সু নাম নষ্ট করতে আমার প্রতিপক্ষ নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদটি সঠিক নয়, বলে প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাাদ জানাচ্ছি। ভবিষ্যতে যাচাই বাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই সংবাদে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিচ্ছি।
প্রতিবাদকারী:
মোঃ বেলাল উদ্দিন।
খারাইংগাঘুনা,,হোয়াইক্যং, টেকনাফ।
Leave a Reply