বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনার দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর
দেশের দুই কোটি পরিবারকে রেশনিংয়ের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিসিবির পণ্যের জন্য লাইন ধরে ছেলে, মেয়ে, পুরষ। চেহারা দেখলেও তো বোঝা যায়, কে কোন শ্রেণি থেকে এসেছে। তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না প্রধানমন্ত্রী। বিরোধী দল ন্যায্য আন্দোলন করছে। আপনিও হয়তো জিনিসের দাম কমাতে চান, কিন্তু পারছেন না। সেটা আপনার ব্যর্থতা। সেখানে তাদেরকে আক্রমণ করছেন। এটা ভুল করছেন।
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, দ্রব্যমূল্য আজকে শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। সরকার ঘোষণা দিয়েছে, এক কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে। এটাও একটা ভুল সিদ্ধান্ত।
এ সময় তিনি ২ কোটি পরিবারকে সরকারি রেশনের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply