রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

নতুন করে উখিয়া-টেকনাফে ৬৪ হাজার ৭শত ১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ

নতুন করে উখিয়া-টেকনাফে ৬৪ হাজার ৭শত ১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ

নতুন করে বাংলাদেশে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৭ হাজার ৪৭৮টি রোহিঙ্গা পরিবার গত কয়েক মাসে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে প্রবেশ করে। এ ছাড়া মায়ানমার থেকে পালিয়ে আসা ৪৪ জন চাকমা ও বড়ুয়া সম্প্রদায়ের দুজন উখিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গত দুই বছর ধরে দেশটির সামরিক জান্তার সঙ্গে লড়াই করছে।

চলতি মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত অঞ্চলের পুরো মায়ানমার অংশ (২৭১ কিলোমিটার প্রায়) নিজেদের দখলে নেওয়ার দাবি করে বিবৃতি দেয় আরকান আর্মি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana