সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
টেকনাফের নয়াবাজারে যুবদল নেতা রিফাত মোহাম্মদ জকরিয়া ও সাদ্দাম হোসেন শাহীনের বাড়িতে হামলা,লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার ষ্টেশন চত্বরে হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জকরিয়া ও যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন শাহীনের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে টেকনাফ উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,
টেকনাফ উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তাফা সেলিম,টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুম্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমনা গনি,
টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কায়ুম,
টেকনাফ উপজেলা যুবদলের
সদস্য সচিব জোনায়েদ আলী চৌধুরী, হোয়াইকং দক্ষিন শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, হোয়াইকং উত্তর শাখা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস
প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আওয়ামীলীগের দুসরেরা ষড়যন্ত্র করে বাড়িতে হামলা ও আগুন দিয়েছে বলে উল্লেখ করে বলেন, নয়াবাজারের একটি হত্যা কান্ডের জের ধরে নিরীহ মানুষের ঘর বাড়ি লুটপাট ও অগ্নি সংযোগ করে তারা হানাদার বাহিনীর মত বর্বরতায় মেতে উঠেছে।
হত্যা কান্ডের ঘটনা তদন্ত করে আইনশৃংখলা বাহিনীর ব্যবস্থা নিবেন। আইন হাতে তুলে নিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে প্রকাশ্যে মানুষের বাড়ি ভাংচুর, লুটপাট করে, অগ্নি সংযোগ করে, তারা চরম অপরাধ ও ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে।
আমরা এই হত্যাকান্ডের বিপক্ষে নয়। আমরাও এই হত্যাকান্ডের সুষ্ট বিচার চাই। তবে নিরীহ কাউকে এ হত্যাকান্ডে জড়ানো হলে তার পরিনতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, নিরীহ কাউকে জড়ালে বিএনপি বসে থাকবেনা।
উপজেলা বিএনপি যুবদল ও অংগসংগঠনের সকল নেতৃবৃন্দ রিফাত মোহাম্মদ জকরিয়া ও যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন শাহীনের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের সাথে যারা জড়িত, তাদের সকল কে অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান।#
Leave a Reply