বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১ জন আহত হওয়ার খবর মিলেছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় আগামী ২৯ মে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় ও পুলিশ জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গতকাল দুপুরে নির্বাচনকে সামনে রেখে পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়িতে প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। এক পর্যায়ে সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply