শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
গত সেপ্টেম্বরে পাকিস্তান গিয়ে নিরাপত্তার অযুহাত দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড দল। যা পাক ক্রিকেটের অপূরণীয় ক্ষতিসাধন করে।
বিষয়টিতে তখন থেকেই কিউই বোর্ডের ওপর ফুঁসছিল রমিজ রাজার বোর্ড। একরকম বদলা নেওয়ারও হুমকি দিয়েছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজ।
যা মাঠের লড়াই ছাড়া উপায় নেই। আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেই বদলাই নিল পাকিস্তান।
মঙ্গলবার ৮ বল হাতে রেখেই কিউইদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
যদিও নিউজিল্যান্ডের ১৩৫ রানের মামুলি লক্ষ্যের জবাবে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কায় ভুগছিল পাকিস্তান।
সেই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন অভিজ্ঞ তারকা শোয়েব মালিক ও আসিফ আলি।
৮ বল হাতে রেখেই কিউইদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
শেষ ৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৪ রানের। এমন পরিস্থিতিতে দুর্দান্ত খেলেছেন শোয়েব ও আসিফ।
১৭তম ওভারে আসিফের ছক্কাসহ মোট আসে ১৩ রান। পরের ওভারে আরো চমৎকার খেলেন শোয়েব।
Leave a Reply