রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
আগামী নির্বাচন কবে হতে পারে, এ ব্যাপারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক জানতে চাইলে প্রফেসর ইউনূস তাকে বলেন, আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি আছে। ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি। তিনি বলেন, তবে ভোটের তারিখ নির্ভর করে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর।
প্রধান উপদেষ্টা ব্রিটিশ এমপি রুপা হককে নিশ্চিত করেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে। গত তিন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার।
রুপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত। আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
Leave a Reply