শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট টেকনাফ২৪ ::
নৌকায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার সেই ওসি শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
মোবাইল ফোনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে বদলি করা হয়েছে। তাকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এরপর তাকে অন্যত্র বদলি করা হবে।
তবে বদলির কারণ জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাষ্ট্রীয় কারণেই তাকে বদলি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।
গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
Leave a Reply