শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এবিপিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী লম্বা বন্দুক, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফয়জুল আজিম নোমান বলেন, ‘নয়াপাড়া রেজিষ্ট্রার্ড এপিবিএন ক্যাম্পের সহকারি পুলিশ সুপার এটিএম তোফাজ্জল হোসেন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর ভোররাত সাড়ে ৩টায় কুখ্যাত রোহিঙ্গা জাকির ডাকাত প্রকাশ জকির ডাকাতকে গ্রেফতারের লক্ষ্যে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ বøকে অভিযান পরিচালনা করে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে ১টি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ এবং অবৈধ মাদকদ্রব্য ৯৫০ পিস ইয়াবা ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানকারী এপিবিএন দল উল্লিখিত আলামতসমূহ পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা মূলে উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply