বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
নয়াবাজারের নিহত রবিউল হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদকঃ
নয়াবাজারের নিহত রবিউল সিকদার কে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে দাবী করেছেন তার পিতা আবুল কাশেম সিকদার। টেকনাফ নিউজ২৪ ডটকম কে দেয়া স্বাক্ষাতকারে রবিউলের পিতা জানান,
ঘটনার সাথে জড়িতরা পার পাবেনা। তিনি এক এক করে খুনের নেপথ্যে জড়িত সকলের নাম বলেন। (গোপনীয়তার স্বার্থের নাম গোপন করা হলো) নিহত রবিউলের পিতা দৃঢ়চিত্তে বলেন,আমরা নিরীহ কাউকে এ ঘটনায় জড়াবোনা। বাস্তবে যারা এই খুনের সাথে জড়িত বা ইন্ধন দাতা তারা রেহায় পাবার সুযোগ নেই।এছাড়া
ইতিপূর্বে খারাংখালী,মৌলভী বাজারের চিহ্নিত কিছু লোক আমার ছেলে রবিউল কে হত্যার হুমকি দিয়েছিল,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে যারা কিলিং মিশনে অংশ গ্রহন করেছিল,যাদের নির্দেশে এবং ইশারায়,মদদে মারাত্বক ছুরিকাঘাত হয়েছে তারাই আসামী হবে। ইতিমধ্যে ৮/৯ জনের নাম চুড়ান্ত হয়েছে। মামলার পক্রিয়া চলছে। আজ বা কাল হত্যা মামলা দায়ের করা হবে। তবে ঘটনার সাথে জড়িত নেই এমন কাউকে আসামী করা হবেনা।
আসামী কোন কোন এলাকার হতে পারে এমন প্রশ্নের জবাবে রবিউলের পিতা জানায়,সকল আসামী হোয়াইক্যং ইউনিয়নের। তবে হ্নীলা মৌলভী বাজারের ১জন আছে। সময়ে সকলের নাম মিডিয়ার সামনে তুলে ধরা হবে।
Leave a Reply