শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ
পালংখালী ফারিয়ার পিকনিকে চট্টগ্রাম বিভাগ ফারিয়া সভাপতি আবু সুফিয়ান সংবর্ধিত
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া পালংখালী শাখা র বার্ষিক পিকনিক টেকনাফ শাহপরীদ্বিপ ট্রানজিট ঘাটে সংগঠন এর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ফারিয়া র নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম, কক্সবাজার সদর ফারিয়া সভাপতি আহসান হাবিব জীবন, ম্যানেজার এসোসিয়েশন উপদেষ্টা মোশাররফ হোসেন, ম্যানেজার এসোসিয়েশন সদস্য মোহাম্মদ আলম। সংগঠন এর সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র সহসভাপতি নুরুল আবসার, উপদেষ্টা মোছন আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার, আবদুল গফুর, আবদুর রশিদ, মোহাম্মদ জুয়েল, সরফরাজুল ইসলাম কৌশিক প্রমুখ। সভায় চট্টগ্রাম বিভাগ ফারিয়া র নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান ও কক্সবাজার জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথি আবু সুফিয়ান বলেন ” “ফারিয়া সংগঠনের মাধ্যমে সকল ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ তাদের ন্যায্য অধিকার পাবেন। ইতিমধ্যেই তারা নীতিমালা অনুসারে শ্রম আইনের সহোযোগিতা নিয়ে শ্রম আদালতের মাধ্যমে অসংখ্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন।”
কোম্পানিগুলো প্রতিনিধিদের হটাৎ চাকুরিচ্যুত রুখবেন, প্রতি সপ্তাহে ছুটি, ন্যায্য মজুরি নিশ্চিত করণ, অতিরিক্ত ডিউটির ন্যায্য মজুরি আদায়, সরকারি ছুটি নিশ্চিতসহ সকল অধিকার আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনেও যেতে হবে” ।
বিকেলে র্যাফল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply