সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
গত ১লা ডিসেম্বর, ২রা ডিসেম্বর জেলার কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানিয় দৈনিকে”কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার করতে গিয়ে রঙ্গিখালীর হেলাল আটক হলেও গডফাদার অধরা” শীর্ষক শিরুনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কর্তৃক যানবাহন তল্লাশীকালে (ঢাকামেট্টো-ট-২০-৬২২০) কাভার্ডভ্যান আসে। গাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩১হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারে জড়িত চালক হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার জাহেদ হোছনের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৪৩) কে আটক করেছে এ জন্য র্যাব-১৫ এর আভিযানিক দল কে সাধুবাদ জানাই। অতীব দুঃখেরর সাথে বলতে হয়,
সংবাদের শেষ অংশে “একাধিক বিশ্বস্থ সুত্র জানায়” বলে আটককৃত উক্ত চালানের সাথে আমার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। একটি কুচক্রিমহল প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিক ভাইদের কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আটককৃত ব্যাক্তির সাথে আমার কোন সম্পর্ক নেই,আমি তাকে চিনিনা। সংবাদে আমার মত এক অসহায় কে গডফাদার আখ্যা দেয়া হয়েছে। যা হাস্যকর বিষয় ও বটে। আমার পরিবারের দৈন্যদশা, নুন আনতে পান্তা পুরায়! তবু আমি গডফাদার? একজন বিবেকবান মানুষ কোনদিন তা বিশ্বাস করবেনা। উক্ত বিশ্বস্থ সূত্রের সংবাদটি সত্য নয় বিধায় তার প্রতিবাদ জানাচ্ছি।
আমি এই সংবাদে প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী :
মাসুদ,হ্নীলা পশ্চিম সিকদার পাড়া।
Leave a Reply