শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। টেকনাফ নিউজ ২৪ ডটকম সহ কক্সবাজার জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন সংবাদ পত্রে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় “ইয়াবার ঘটনায় প্লিম ষ্টাইলে এক যুবক কে তুলে নিয়ে নির্যাতন,হাসপাতালে ভর্তি” শীর্ষক শিরুনামে প্রকাশিত সংবাদেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে রোহিঙ্গা কারবারীদের সাথে রইক্ষ্যং এলাকার মাদক কারবারী আব্দু জব্বারের পুত্র জাহাঙ্গীর আলম(২৫) আলী আকবরের পুত্র আব্দুল্লাহ(২৭) মকতুল হোছনের পুত্র শফিক(২৫) মুনালীর দুই পুত্র যথাক্রমে হেলাল উদ্দিন(৩০),বেলাল উদ্দিন(২৭) কে জড়ানো হয়েছে। দুঃখজনক হলে ও সত্য যে, রইক্ষং এলাকায় মাদকের একটি চিহ্নিত চক্র রয়েছে। তারা প্রশাসনের হাত থেকে বার বার রেহায় পেয়ে যাচ্ছে। সংবাদে উল্লেখিত রা মাদকের সাথে মোটেও জড়িত নয়। তারা সকলেই দিন মজুর হিসাবে এলাকার সকলেই জানে। একটি কুচক্রিমহল পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক বন্ধুদের মিথ্যা তথ্য দিয়ে আমাদেও বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সংবাদের অপর অংশে ইব্রাহীম, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ শফিক, হেলাল উদ্দিন,বেলাল উদ্দিন মিলে হামিদ হোছনের উপর মধ্যযুগীয় কায়দায় ব্যাপক মারধর করেছে মর্মে যে অভিযোগ আনা হয়েছে তা মাদকের ঘটনা নয়। রইক্ষ্যং এর হামিদ হোছন নামক এক নিরীহ যুবক কে অপহরণ করার বিষয়টি ও সত্য নয়। আমরা প্রকাশিত সংবাদ সত্য নয় বিধায় তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুােধ করছি।
প্রতিবাদকারী:
জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, শফিক, হেলাল উদ্দিন,বেলাল উদ্দিন। সাং-রইক্ষ্যং।
Leave a Reply