রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
দৈনিক কক্সবাজার একাত্তর এর অনলাইন ভার্সন,দৈনিক আলোকিত উখিয়া সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে”পবিত্র রমজানের ও থেমে নেই জলিলের ইয়াবা কারবার” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আব্দুল জলিল ও তার পরিবার। এই সংবাদ সমুহ মিথ্যা,উদ্দেশ্য প্রণোদিত দাবী করে জলিল বলেন, একটি চিহ্নিত চক্র তাদের কু কর্ম আড়াল করতে, নিজেদের মাদকব্যবসার বিষয়টি ধামাচাপা দিতে মিডিয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংবাদের একাংশে জলিল সিন্ডিকেটের বড় ভাই আব্দু শুক্কুরের বউ আয়েশা প্রকাশ ‘‘ইয়াবার মা আয়েশা ’’ ইয়াবাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে। এছাড়া ইয়াবা নিয়ে জিয়াবুল হাসান (৩৩) নামের যে ছেলেটি গ্রেফতার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই,ছিলনা। অপরদিকে
করাচিপাড়ার বাসিন্দা ফরিদা বেগমের ছেলে গত একবছর আগে এই ইয়াবা সম্রাট আব্দুল জলিলের ইয়াবাসহ গ্রেফতার হয়ে করাগারে রয়েছে মর্মে যে ভুঁয়া তথ্য প্রচার করা হয়েছে তা ও ঠিক নয়। প্রকৃতপক্ষে আমি হোয়াইক্যং ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সর্বশ্রেনীর মানুষের মতামত নিয়ে মেম্বারি ইলেকশন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ৫ নং ওয়ার্ডের মানুষের আশা আকাংখা জনমত অনেকটা আমার পক্ষে। আমার প্রতিপক্ষ পক্ষ জনমত দেখে এবং আমার বদনাম রটাতে সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।বর্তমানে কান্জরপাড়ার অনেক রথি মহারথি গোপনে,প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের পাচার করা ইয়া নিয়ে ধরা পড়লে সাংবাদিকদের জলিলের লোক বলে মিথ্যা তথ্য দেয়। এ পর্যন্ত আমার কোন ব্যাক্তি ইয়াবা বা মাদক নিয়ে ধরা পড়েনি। যেহেতু আমি এ মাদকের সাথে কখনো জড়িত ছিলাম না। আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে সংবাদপত্রে আজেবাজে সংবাদ প্রকাশ করে আমাকে সমাজ ও রাষ্ট্র হেয় প্রতিপন্ন করতে কৌশল মাত্র। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এই সংবাদে প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার ও অনুরোধ করছি।
মোঃ আব্দুল জলিল
মেম্বার পদপ্রার্থী ৫নং ওয়ার্ড,হোয়াইক্যং।
Leave a Reply