প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৬/১০/২০২১ “সংযোগ২৪” নামক একটি অনলাইন নিউজ পোর্টাল ও ২৭/১০/২০২১ দৈনিক কক্সবাজার বার্তায়
“বাংলাদেশী পাসপোর্ট নিয়ে আমেরিকায় পালাতে প্রস্তুত রোহিঙ্গা যুবক” শীর্ষক শিরুনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মোঃ আলম। সংবাদে আমার ব্যাপারে নানান কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য সাজিয়ে গল্প সাজানো হয়েছে। যা আমার চরম মানহানিকর ও বটে।
সংবাদে আমার ব্যাপারে’ শরণার্থী হিসেবে থাকা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই; কিন্তু তা নিয়ে আমেরিকায় গিয়ে সেখানে আবাস গেঁড়ে ব্যবসা গড়ে তুলে, সম্প্রতি দেশে এসে এই রোহিঙ্গা যুবক পালানোর চেষ্টা করছে এবং
রোহিঙ্গা যুবক পরিচয় গোপন করে টেকনাফ কানজর পাড়া এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট করেছিলেন
মর্মে গল্প সাজানো হয়েছে। এছাড়া সংবাদের আরেকাংশে স্থানীয় দালাল ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে পালিয়ে এসে রোহিঙ্গা আলম ভুয়া পরিচয়ে পাসপোর্ট করে মর্মে ও মিথ্যা অভিযোগ তুলা হয়। সকলের অবগতির জন্য জানাতে চাই, প্রকৃত পক্ষে আমি আমেরিকার পাসপোর্টধারী একজন বৈধ নাগরিক। বাংলাদেশে সরকারের সকল নিয়ম কানুন মেনে এই দেশে ভ্রমণে আসি। আমার কাছে বাংলাদেশী কোন পাসপোর্ট ছিলনা এবং নেই। আমি “ইউনাইটেড ষ্টেট অফ আমেরিকা”র একজন বৈধ পাসপোর্টধারী। আমি স্বপরিবারে সেখানে সুনামের সাথে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি।
একটি কুচক্রি মহল স্বীয় স্বার্থসিদ্ধির জন্য আমি ও আমার আত্মীয়দের ভাবমূর্তি নষ্ট করার জীন মানসে মিডিয়াকর্মীদের আজগুবি তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। স্বরণ রাখা ভাল, আল্লাহ ইজ্জত দিলে প্রতিরোধের ক্ষমতা কারো নেই। সংযোগ২৪” নামক উক্ত অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত
সংবাদটি সঠিক নয়,ভুঁয়া,মিথ্যা,উদ্দেশ্য প্রণোদিত বিধায় উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। এই সংবাদে স্থানিয় প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার ও অনুরোধ করছি।
মো আলম( আমেরিকা প্রবাসী)
Leave a Reply