বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

প্রথম আইনসভার নির্বাচন হচ্ছে কাতারে

প্রথম আইনসভার নির্বাচন হচ্ছে কাতারে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২ অক্টোবর) উপদেষ্টা শুরা কাউন্সিলের ভোটগ্রহণ চলছে।

রয়টার্স জানায়, শুরা কাউন্সিলের নির্বাচিত সদস্যদের আইনি ক্ষমতা থাকবে এবং তারা সাধারণ রাজ্য নীতি ও বাজেট অনুমোদন করবে।

 
 রয়টার্স জানায়, ৪৫ আসনের মধ্যে ৩০ জনকে নির্বাচিত করবে ভোটাররা। এ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কাতারের নারীরাও। এছাড়া কাতারের আমির বাকি ১৫ জনকে মনোনয়ন দেবেন।
 
রয়টার্স জানায়, ভোটাররা সকাল থেকে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। নারী এবং পুরুষ ভোটাররা আলাদা আলাদা ভোট দিচ্ছেন। তারা জানায়, কাতারের ৩০টি জেলায় প্রায় ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২৬ জন নারী প্রতিনিধীও রয়েছেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, পুরো দেশকে ৩০টি নির্বাচনী জেলায় ভাগ করা হবে। প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন বলে জানান হয়েছে। নতুন আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী কাতারের সব নাগরিক ভোট দিতে পারবেন।
 
দেশটির মারখিয়া জেলার প্রার্থী খালিদ আলমুতাওয়াহ রয়টার্সকে বলেন, এখানে মানুষের সঙ্গে দেখা করা, নির্বাচন নিয়ে কথা বলা আমার জন্যে প্রথম অভিজ্ঞতা। ৬৫ বছর বয়সী আরেক প্রার্থী সাবান আল জসিম বলেন, ‌দিনের শেষে কাতারের জনগণ তাদের সিদ্ধান্তগ্রহণের অংশ হতে চলেছে।
 
রয়টার্স জানায়, ২০০৩ সালে সাংবিধানিক গণভোটে অনুমোদন পাওয়ার পর কাতারে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana