মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

ফেসবুক ও ইউটিউব থেকে আল জাজিরার প্রতিবেদন সরানোর নির্দেশ

ফেসবুক ও ইউটিউব থেকে আল জাজিরার প্রতিবেদন সরানোর নির্দেশ

আল জাজিরায় বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকাল ৩টায় এ নির্দেশ দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার এনামুল কবীর ইমন। বিটিআরসির পক্ষে শুনানি করেন খন্দকার রেজা ই রাকিব।
গত ১ ফেব্রুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়। দেশবিরোধী ষড়যন্ত্র বলে সরকারিভাবে এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana