শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবরাংয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মালয়েশিয়া পাচারকালে উনছিপ্রাং এর ৩ কিশোর ৪ মাস ধরে নিখোঁজ: থামছেনা পরিবারের কান্না সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান হ্নীলা মৌলভী বাজারে বিজিবির গুলিতে আহতদের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী টেকনাফে যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হোয়াইক্যং ইউনিয়নে বিনা মূল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন গোটা গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: জালেম নেতানিয়াহু
বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে

বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে

মাদকাসক্তির কারণে দেশে প্রতিবছর ৫০০ নারী স্বামীর হাতে ও সন্তানের হাতে ২শর বেশি পিতা-মাতা মৃত্যু বরণ করেন বলে জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। সংগঠনের সভানেত্রীরা বলেন, নিন্ম শ্রেণীকে টার্গেট করে দেশে মাদককে সহজলভ্য করে তোলা হয়েছে। এজন্য দেশে ৮০ লাখ মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ২০৩০ সালে সংখ্যাটি ১ কোটিতে পৌঁছাবে বলে আশংকা প্রকাশ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে প্রেসক্লাবে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য “শৃঙ্খলা ভাঙ্গার পত্যয়: প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে”। এতে প্রধান অতিথি ছিলেনপ্রফেসর ড. সাবিনা ইয়াসমিন অধ্যাপক জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সারের আকার ধারণ করেছে। দেশের একটি প্রজন্ম পুরোটায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর জন্য সমাজের রাজনৈতিক নেতারাও দায়ী। মাদকের প্রতিরোধে আইনের প্রয়োগ অত্যান্ত জরুরী।

মাদকের বিস্তারে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় গুরুত্ব কমিয়ে আনা বড় এক কারণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় দৃষ্টি কোন থেকে মাদক নিয়ে পাঠ শিক্ষা ব্যবস্থা তুলে নেয়া হয়েছে। তাতে শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনে খোদার প্রতি ভয় উঠে গিয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. লাসনা কবির অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সালেহা ইয়াসমীন ইসলামর ইতিহাস ও সংস্কৃতি ঢাকা কলেজ

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম, সমাপনী বক্তব্য রাখেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, কবিতার রচয়িতা সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর সম্মিলিত নারী প্রয়াস।

মূল প্রবন্ধে ড. শামীমা বলেন, এক সন্তান তার মাকে বলছে আমাকে শিকল মিয়ে বেধে রাখ আমি বাচতে চাই। সঠিক তথ্যের অভাব, সরকারি পৃষ্ঠপোষকতা, ধর্মীয় মূল্য বোধ থেকে দূরে চলে যাওয়া আমাদের সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে।

সমাপনী বক্তব্যে ড. ফেরদৌস আরা বকুল বলেন, একটি সন্তান মাদকে জড়িয়ে পরলে তা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের চারিদিকের বিজাতিয় সংস্কৃতি থেকে সন্তানদের দূরে রাখতে হবে। পরিবারে ধর্মীয় চর্চা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs