ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার সংক্ষিপ্ত তালিকা দেখে হতাশ হবেন মেসি-নেইমারের ভক্তরা।
তাতে পিএসজি তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের নাম উঠলেও নেই ব্রাজিল ও আর্জেন্টিনার সময়ের দুই সেরা তারকা।
চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় লিওনেল মেসি ও নেইমার জুনিয়র জায়গা পাননি এ তালিকায়।
এদিকে ফ্রেঞ্চ প্লেয়ারস ইউনিয়নের (ইউএনএফপি) এ পুরস্কারের তালিকার পাঁচজনের মধ্যে এমবাপ্পেকেই ফেভারিট মানা হচ্ছে। চলতি মৌসুমে এরইমধ্যে ২৫ গোলের পাশাপাশি ১৫ এসিস্ট রয়েছে এমবাপ্পের। তার নৈপুণ্যেই দশম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে প্যারিসের দলটি।
সেই তুলনায় মেসি-নেইমারদের পারফরম্যান্স অনেকটাই ম্লান। চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি ১৩ এসিস্ট করেছেন মেসি। অন্যদিকে নেইমারের নামের পাশে রয়েছে ১১ গোল ও ছয় অ্যাসিস্ট।