মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
র্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে প্রত্যাবাসনে রোহিঙ্গাদের আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মিয়ানমারকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দেবে ঢাকা। এছাড়া নিরাপত্তা, কোথায় ফিরে যাবে, জীবিকার ব্যবস্থা সম্পর্কে রোহিঙ্গাদেরকে জানানোর বিষয়েও আলোচনা হতে পারে ১৯ জানুয়ারি বৈঠকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য প্রত্যাবাসন এবং বাংলাদেশ বাস্তবসম্মত পন্থায় অগ্রসর হবে। বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করতে চাই।
তিনি বলেন, ‘প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের আত্নবিশ্বাস জরুরি। এজন্য আমরা এর আগে প্রস্তাব করেছিলাম, একদল রোহিঙ্গাকে রাখাইনে নিয়ে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখানো। যাতে করে তারা ফেরত এসে অন্যদের বলতে পারে।
Leave a Reply