বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
শামলাপুরের ৫৬ বছর বয়সী এক শীর্ষ ব্যবসায়ী ৫ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের নামে এসব কি হচ্ছে?
টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারের (৫৬ বছর বয়সী)বহু বিবাহে অভ্যস্থ এক শীর্ষ ব্যবসায়ী একেরপর এক (৪ বিয়ে) বিয়ে করার পর এবার পঞ্চম বারের বিয়ের পিঁড়িতে (১২ বছর বয়সী) প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পড়ুয়া ছাত্রীর সাথে। যা ১৮৭২ সালে মঞ্চস্থ হওয়া “বিয়ে পাগলা বুড়ো”কে ও হার মানিয়েছে!
স্থানীয় গনমাধ্যমকর্মীরা খবর পেয়ে ও এ ব্যাপারে নিশ্চুপ।
বিস্তারিত আসছে,,,,,,,,,,,
Leave a Reply