শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
মাওলানা উবায়দুর রহমান খান নদভী।।
ফেইসবুকে অসাবধান মানুষের কিছু পোস্ট দেখে আজ অনেকেই ফোনে খবরটির সত্যতা জানতে চান। অনেকে ফেইসবুকের সূত্রবিহীন সংবাদ পড়ে আমাদের অভিনন্দন জানাতে থাকেন। অথচ আমি নিজে, ড. ওয়ালি খান, ড. খলীল খান, মাওলানা রেজওয়ান খান এবং মাওলানা মুহিব খান, আমরা নিজেরাই এবিষয়ে কিছু জানিনা।
সবাই জেনে রাখুন যে, আমার ছোটো ভাই হাফেজ মাওলানা মুফতি ওয়ালিয়ুর রহমান খান জাতীয় মসজিদের খতিব নিযুক্ত হননি। সম্প্রতি তিনি তাঁর গবেষণা অভিসন্দর্ভ সমাপন করে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হয়েছেন।
তিনি বহু বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস এবং বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহের বিকল্প খতিব হিসাবে প্যানেলভুক্ত আছেন। বহুবার ঈদ ও জুমা পড়িয়েছেন। এসাইনমেন্ট এলে এখনো পড়িয়ে থাকেন।
সরকার মনে করলে খুব সহজেই তার বর্তমান পদবীর পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসাবে তাকে পূর্ণ খতিব রূপে নিয়োগ দিতে পারেন। চাইলে যে কোনো বিধিতে এর বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ। তবে এখনও এমন কিছু হয়েছে বলে তিনি নিজে বা আমাদের বৃহত্তর পরিবারের কেউ খবর পাননি।
Leave a Reply