শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

বিএনপির কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত

বিএনপির কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক সেটা অনেক দিনের সম্পর্ক। জাপান আমাদের বাইলেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।

তিনি বলেন, ‘আজ আমাদের দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক যেসব বিষয় আছে সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরও আলোচনা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana