বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মালয়েশিয়ায় ৬টি পিস্তল সহ ইসরায়েলি নাগরিক আটক: দেশজুড়ে সতর্কতা জারি বাংলাদেশের জ্বালানি খাতে সৌদি আরবের ১৪০ কোটি ডলার বিনিয়োগ ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে কেক কাটলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিনতাইকালে ধরা পড়া দুই পুলিশ সদস্য রিমান্ডে! ২৮ মার্চ জেলা ইসলামী আন্দোলন ইফতার মাহফিল হোটেল অস্টারইকো তে। মিয়ানমারে সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল মিয়ানমারের গ্যং স্টারের বাংলাদেশি সহযোগি হোয়াইক্যং এর দালালরা অধরায়! সাড়ে ৪ লাখের বেশি রোহিঙ্গা টেকনাফে প্রবেশের অপেক্ষায়! হ্নীলা উম্মে সালমা মহিলা মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিদ্যুৎখাতে চুরির ফলে এই বিপর্যয়: মির্জা ফখরুল

বিদ্যুৎখাতে চুরির ফলে এই বিপর্যয়: মির্জা ফখরুল

সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বানিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে এ খাতকে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা মনে করি যে, এটা সরকারের সামগ্রিক ব্যর্থতা। বিদ্যুৎখাতে কারিগরি পর্যায়ে টোটালি চুরি হয়েছে বলে এই বিপর্যয় ঘটেছে।

বিদ্যুৎখাতে চুরির ফলে এই বিপর্যয়: মির্জা ফখরুল

সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বানিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে এ খাতকে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা মনে করি যে, এটা সরকারের সামগ্রিক ব্যর্থতা। বিদ্যুৎখাতে কারিগরি পর্যায়ে টোটালি চুরি হয়েছে বলে এই বিপর্যয় ঘটেছে।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর আসাদ গেটে দলের স্থায়ী কমিটির অসুস্থ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার চিৎকার-চেঁচামেচি করছে যে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদনও হচ্ছে। কিন্তু গতকালের ব্যাপারটা ছিল অস্বাভাবিক ব্যাপার। টোটাল ব্ল্যাকআউটের মতো হয়ে গেছে।

‘এ থেকে যেটা বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বানিয়েছে। বানিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে… জাতিকে অসহনীয় অবস্থার মধ্যে পড়তে হয়েছে’ যোগ করেন তিনি।

তার মতে, শুধু বিদ্যুৎখাতেই নয় সবক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। এর জন্য মূলত দায়ী অপরিকল্পিত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা।
এদিকে, বিএনপি আমলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,  ‘এই সরকার তো মানুষকে ‘খিদা আছে খা, কত খাইতে পারিস খা’ বলে বিদ্যুৎ দিছে। কিন্তু বিদ্যুৎ যে শুধু জেনারেশনে চলে না, ট্রান্সমিশনে বিদ্যুৎ লাগে, ডিস্ট্রিবিউশন লাগে, এগুলোর খুব উন্নয়ন হয়নি। শুধু বিদ্যুৎ বানিয়ে গেছে। যার কারণে ব্ল্যাকআউট হয়েছে। ভবিষ্যতে আরও হবে।’

তিনি বলেন, ‘এই সরকার আসার পরে আমরা দেখলাম গত কয়েক বছরে ১৪ সালে, ১৭ সালে, ১৮ সালে ও ২২ সালে ব্ল্যাকআউট হয়েছে। ব্ল্যাকআউট হয় দুই কারণে। একটা হয় সংযোগ ঠিক নাই। কী কারণে ঠিক নাই? সারা দেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো দিয়েছে ইউনিফাইড স্পেশিফিকেশনে যায়নি। কোনোটা নিউ জেনারেশনের, কোনোটা আবার পুরোনো। এদের মধ্যে একই সময়ে বা দুটিকে এক করে কার্যক্রম পরিচালনা সম্ভব না। নতুন আর পুরাতন মিশ্রণ আছে, যেখানে কাজ করার দরকার, সরকার সেখানে কাজ করে নাই।
সাবেক এ বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘রেন্টাল পাওয়ার যেগুলো আছে সেগুলোর মেশিন পুরোনো, ওর সাইকেল আর নতুনটার সাইকেল এক না। কোনো না কোনো সময় দেখা যাবে একটা ট্রিপ করলে সবগুলো বন্ধ হয়ে যাবে। এই যে লুটপাট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে পাওয়ার স্টেশন দিয়েছে, এই পাওয়ার স্টেশনগুলার স্পেশিফিকেশন কী, একটার সাথে আরেকটা ম্যাচ করবে কি-না এগুলো যাচাই করেনি। যার কারণে গতকাল (মঙ্গলবার) দেখলাম আমরা আট ঘণ্টা বিদ্যুৎ নেই। এ কারণে মানুষের দুর্ভোগ।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana