শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
বৃহত্তর হোয়াইক্যং ইউনিয়ন ওলামা পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদ:
::আজ ৩১ ডিসেম্বর ২০২০ হোয়াইক্যং লম্বাবিল এমদাদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে হোয়াইক্যং ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক জরুরী সভা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাও,মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে ওলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মাও,আব্দুল হক, সাধারণ সম্পাদক, মাও,আবসার উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাও,সাইফুল ইসলাম সাইফি, জয়েন্ট সেক্রেটারি মাও,তাহের নাঈম, মাও আশরফ আলী, সাংগঠনিক সম্পাদক, মাও রফিক উদ্দিন, মাও, তৈয়ুবুর রহমান, প্রচার সম্পাদক, মুফতি জাফর উল্লাহ, অথ সম্পাদক, মাও,ফিরুজ আহমদ, উপদেষ্টা মাও,আব্দুল বারি, মাও, আব্দুল মালেক, বাহারছড়া সভাপতি মাও,নেজাম উদ্দিন প্রমুখ ওলামায়ে কেরামদের উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে ” মাওলানা হাফেজ মোঃ ইব্রাহীম সভাপতি,মুফতি ওমর ফারুক সিনিয়র সহসভাপতি,মাওলানা শেখ মোহাম্মদ ইউনুছ সাইফী সহ সভাপতি-১,মাওলানা নুরুল আলম সহ সভাপতি-২,মাওলানা জাফর আলম সহ সভাপতি-৩,মাওলানা মুহাম্মদ সাজেদ আল হাবী সহ সভাপতি-৪। মাওলানা শমসুল আলম সাধারন সম্পাদক,মাওলানা হাফেজ আব্দুল্লাহ সিনিয়র সহ সাধারন সম্পাদক,মুফতি জসিম উদ্দিন সহ সম্পাদক,হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন সম্পাদক, হাফেজ মাওলানা ক্বারী কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক,হাফেজ ইব্রাহীম সাইফী সহ সাংগঠনিক, হাফেজ ছৈয়দ আলম(খারাংখালী) অর্থ সম্পাদক,হাফেজ মোঃ ইব্রাহীম প্রচার সম্পাদক,হাফেজ কাউসার বিন শব্বির সহ প্রচার সম্পাদক, হাফেজ জসিম উদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক,মাওলানা নুর হোছাইন হালিম সহ শিক্ষা বিষয়ক সম্পাদক,মাওলানা মোহাম্মদ হারুন দপ্তর সম্পাদক, মাওলানা হাফেজ সাইফুদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,মাওলানা মসউদুল হক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, মাওলানা হামিদ হোছাইন সহ ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্টপূর্নাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করা হয়।
Leave a Reply