মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন
ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ফের ভেঙেছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার ২০৯ জন।
সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন।
Leave a Reply