বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের অবস্থান। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। মধ্যরাতের পর মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার। তারই অংশ হিসাবে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা একলাব।
সোমবার ২১ ফেব্রুয়ারী ভোর সকালে সর্বপ্রথম কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একলাবের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার জুলফিকার আলী নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় একলাবের (ডিপিএম) সাখাওয়াত আমিন, জুলফিকার আলী ( কমিউনিটি এনগেজমেন্ট অফিসার),তারেকুল হাসান রাসেল (কমিউনিটি এনগেজমেন্ট অফিসার), মং (কমিউনিটি এনগেজমেন্ট অফিসার), মাজহারুল ইসলাম মনিটরিং অফিসার একলাব, UNDP
ইয়াসির (আইএসপি),মিজান UNDP
আব্দুল জাব্বার UNDP,খালেদও
সাকিব প্রমুখ।
এছাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তারা ছালামাম,জব্বার,রফিক,বরকত,শফিউর সহ সকল শীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।#
Leave a Reply