গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর ফিলিস্তিনের পশ্চিম জেরুজালেম নগরের আল আকসা মসজিদ প্রতিবাদ সমাবেশ হয়।
জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লির তাকবির ধ্বনি দিতে শোনায় যায়। তাঁদের বলা শোনা যায়, ‘হে মুহাম্মাদ, আমরা আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করব। মুহাম্মাদের নেতৃত্বে থাকা উম্মাত কখনো হারিয়ে যাবে না। আল্লাহু আকবর, আমাদের নেতা মহানবী মুহাম্মাদ (সা.)।’
প্রতিবাদ সমাবেশের পর বিক্ষোভ মিছিল হয়। এ সময় প্লেকার্ড হাতে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান করা হয়। মিছিলে নারী, পুরুষসহ শিশু ও কিশোরদেরও দেখা যায়। কুব্বা সাখরা মসজিদের পাশে আল আকসা প্রাঙ্গণ মানুষের সমারোহে ভরে ওঠে।
ফ্রান্সে মহানবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও প্রেসিডেন্ট ম্যাখোঁর ইসলাম বিদ্বেষমূলক বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরামাহ সাবরি।
সাবরি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ ইসলামের প্রতি নিজের বিদ্বেষের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন।’মহানবী (সা.)-এর প্রতিবাদে ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য শহরেও বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সূত্র : আল জাজিরা
Leave a Reply