প্রেস বিজ্ঞপ্তিঃ ২২মার্চ২০২৩
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বলেন, দেশব্যাপী বিরাজমান নানা সংকটময় মুহূর্তে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে আমাদের সামনে এসেছে পবিত্র মাহে রমাদান।
রমাদান মাস কুরআন নাজিলের মাস। বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাস। কুরআন মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনকে সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমাদান মাসের হক আদায় করা হবে। কুরআন থেকে হিদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা মাহে রমাদানের সিয়াম পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন। পূর্ণ মর্যাদার সাথে ও পরিপূর্ণ হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে সে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।
জেলা সহ সভাপতি মাওলানা শোআইব বলেন,
মহান আল্লাহ তায়ালার বিধান না মানার কারণেই আজ বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের দুর্যোগ আপতিত হয়েছে। আজ সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, শোষণ, জুলুম, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং মানবতাবিরোধী কর্মকা-সহ নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে বেড়েই চলেছে। সরকার মদের লাইসেন্স দিয়ে একদিকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অপরদিকে সমাজে অশ্লীলতা ছড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছে।
জেলা সেক্রেটারি এ,আর,এম ফরিদুল আলম বলেন,
রমাদানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা ও নগ্নতা বন্ধ করার দায়িত্ব প্রধানত সরকারের। আমরা সরকারকে এসব গর্হিত কাজ বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। উপরন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করে মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
আজ বুধবার(২২ মার্চ)বাদে আছর শহরের বদরমোকাম সংলগ্ন দলীয় কার্যালয় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিল শুরু হয়ে বার্মিজ মার্কেটে গিয়ে শেষ হয়।
স্বাগত মিছিল শেষে বার্মিজ মার্কেট চত্বরে জেলা সভাপতি মাওলানা মোঃ আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা সহ সহ-সভাপতি মাওলানা শোআইব,সেক্রেটারি এ,আর,এম ফরিদুল আলম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম
ছাত্রনেতা নিজামুদ্দিন,যুবনেতা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।এতে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ,ক্বারী আবু নাছের,মুফতি নুরুল্লাহ সিকদার,হাফেজ ইসমাইল জাফর,ফজলুল করিম,সেলিম উদ্দিন,ইন্জিনিয়ার মুর্শেদুল আলম,মাওলানা আজিজুল হক সহ অংগ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।
সমাবেশের পূর্বে বিশাল এক স্বাগত মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।#