বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন ফি ৪০ টাকা শিক্ষা কমিশনে নাস্তিকদের সরিয়ে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদেরকে দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছে : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি বিদ্রোহীদের দখলে মিয়ানমারের বড় এলাকা, ক্ষমতাচ্যুতের পথে জান্তা? টেকনাফ কে সন্ত্রাস মুক্ত শান্তির শহর বানাবো- শাহজাহান চৌধুরী কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হোয়াইক্যং আলিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ে নারী ফুটবল প্রীতি ম্যাচ সম্পন্ন সেনাবাহিনীর হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব: ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যা যা করতে পারবেন এখন স্বাধীন দেশে বসবাস করছি: আগে স্বাধীন ছিলাম না : পীর সাহেব চরমোনাই
মিডিয়া অফিসে মিয়ানমার সেনাবাহিনীর হানা

মিডিয়া অফিসে মিয়ানমার সেনাবাহিনীর হানা

মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের একটি মিডিয়া অফিসে হানা দিয়েছে দেশটির সেনাবাহিনী। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সেনা অভ্যুত্থান টিকিয়ে রাখতে মিয়ানমারের সেনাবাহিনী নির্মমভাবে বিরোধী মত দমন অব্যাহত রেখেছে।

গার্ডিয়ান জানায়, সোমবার সন্ধায় ‘মিয়ানমার নাউ’নামে একটি গণমাধ্যম অফিসে সেনাবাহিনী অভিযান চালিয়ে কয়েকটি কম্পিটার জব্দ করেছে। এছাড়া সংবাদ কক্ষের ডাটা সার্ভার এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে গেছে। গণমাধ্যমটির কর্মীরা জানান, সেনা শাসন দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে অনুমান করে পূর্ব সতর্কতার অংশ হিসেবে গত ২৮ জানুয়ারি ওই অফিস খালি করা হয়।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গণমাধ্যম অফিস সরাসরি জান্তার রোষানলে পড়ল। গত চার রাত আগে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ লাইভ স্ট্রিমিং করার সময় ‘কায় জোন নোয়ে’ নামে ‘মিয়ানমার নাউ’ এর একজন রিপোর্টারকে আটক করা হয়। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত দুই ডজন সাংবাদিককে আটক করেছে জান্তা। এর আগে গতকাল রবিবার মিয়ানমারের সেনাবাহিনী ইয়াঙ্গুনের কয়েকটি হাসপাতালে তাণ্ডব চালায়।

সোমবার ইয়াঙ্গুনে শুধুমাত্র কয়েকটি চায়ের দোকান ছাড়া অধিকাংশ শপিং, ফ্যাক্টরি বন্ধ দেখা গেছে। এদিন বিক্ষোভে মিতকিয়ানা সড়কে গুলিতে চার বিক্ষোভকারী নিহত হয়েছে।

গত মাসে সংঘটিত সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সহিংস বিক্ষোভ এবং ধর্মঘট চলছে। প্রতিবাদ ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে যাওয়ার পর এ পর্যন্ত ৫৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপ অব্যাহত রয়েছে। ইউরোপীয় সেনাবাহিনী পরিচালিত ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana