বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
গত রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত মিয়ানমারে চীনা বিনিয়োগ রয়েছে— এমন ৩২টি কারখানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া এ দুদিনে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোট ৬৫ জন।
রোববার ছিল মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত সবচেয়ে রক্তাক্ত দিন। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভে এদিন ৫০ জন মারা গেছেন। সোমবার মারা গেছেন আরো ১৫ জন। বিবিসি এবং মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
রোববার থেকেই মিয়ানমারে চীনা বিনিয়োগ রয়েছে এমন কারখানাগুলোতে ভাঙচুর ও আগুন দেয়া শুরু হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রত ট্যাবলওয়েড গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত মিয়ানমারের ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে চীন-সংশ্লিষ্ট ৩২ টি কারখানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই কারখানাগুলোর বেশিরভাগই মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে অবস্থিত। কারখানার চীনা কর্মীরা বিবিসিকে বলেছেন, তাদের কারখানাগুলো বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, ফলে তাদের নিরাপত্তা প্রয়োজন
Leave a Reply